রোহিঙ্গা সংকট ও এর সমাধান

আগষ্ট মাসের শেষ দিকে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনা অভিযানের পর পাঁচ লক্ষেরও বেশী রোহিঙ্গা শরনার্থী জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওই অভিযানের ভয়াবহতার শিকার হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুরবস্থায় আন্তর্জাতিক মহলে শংকার সৃষ্টি হয়েছে। নানাভাবে দেশটির ওপর এ সমস্যা সমাধানের অনুরোধ করা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে।

মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর দুরবস্থা এবং সেই কারণে তাদের শরনার্থী হওয়ার জন্য দেশটির সেনা নেতৃত্বকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে টিলারসন বলেছেন মিয়ানমারে যা ঘটছে তার জন্য কাউকে না কাউকে জবাব দিতে হবে। টিলারসনের বক্তব্যের কিছু অংশ শোনার আগে পরিচয় করিয়ে দেই আজ আলাপনে আমাদের সঙ্গে যোগ দেয়া অতিথীদের সঙ্গে। যুক্ত হয়েছেন ঢাকা থেকে অধ্যাপক ড. আতাউর রহমান, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা সংকট ও এর সমাধান