আলাপন: যুক্তরাষ্ট্র বানিজ্য ও সংশ্লিষ্ট বিষয়াদী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বৃদ্ধির নির্দেশে স্বাক্ষর করেছেন। আর এ নির্দেশের ফলে আমেরিকায় ইস্পাত আমদানির জন্য ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। অন্যদিকে, রবিবার চীন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করতে চায় না, কারণ এতে সারা বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। চীনের বাণিজ্যমন্ত্রী ঝং শান বলেছেন, বাণিজ্য যুদ্ধে কোন পক্ষই বিজয়ী হতে পারে না। এই বাস্তবতায় আজকের আলাপনের বিষয়--“যুক্তরাষ্ট্র বানিজ্য ও সংশ্লিষ্ট বিষয়াদী”।

আমাদের সঙ্গে অতিথি হিসাবে ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি'র সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, টেস্কাসের এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মেহনাজ মোমেন এবং কলকাতা থেকে মাওলানা আবুল কালাম ইনষ্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো অধ্যাপক অমিয় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: যুক্তরাষ্ট্র বানিজ্য ও সংশ্লিষ্ট বিষয়াদী