আলাপন: ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবং বৈশ্বিক প্রেক্ষাপট

Trump-Modi

“ভারতে তৈরী করো” এবং “আমেরিকা প্রথমে” এই দুটি জাতীয় শ্লোগান বহনকারি দুই নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার অপরাহ্নে হোয়াইট হাউসে প্রথমবার বৈঠকে বসতে যাচ্ছেন। নিশ্চিত ভাবেই এই দুই নেতা তাদের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপট নিয়েও কথা বলবেন। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপনের বিষয় “ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবং বৈশ্বিক প্রেক্ষাপট।“

আজকের আলাপনে অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। ভারত থেকে ছিলেন 'দ্যা টেলিগ্রাফ' পত্রিকার দিল্লি ব্যুরো চিফ জয়েন্ত রায় চৌধুরী। সঞ্চালনে ছিলেন তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবং বৈশ্বিক প্রেক্ষাপট