আজকের আলাপনের বিষয় ছিল "পাকিস্তানে নওয়াজ শরিফের ক্ষমতাচ্যুতি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংকট’। এতে অতিথি উত্তরদাতাদের প্যানেলে ছিলেন বর্তমানে কানাডায় অবকাশ যাপনরত বাংলাদেশের The News Today পত্রিকার সম্পাদক রিয়াযুদ্দীন আহমদ, রয়েছেন কলকাতা নিবাসী ‘দি হিন্দু’ পত্রিকার সাবেক ব্যুরো প্রধান বরুন দাসগুপ্ত এবং পাকিস্তানের করাচী নিবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান। সঞ্চালনায় ছিলেন সরকার কবীরূদ্দীন।
Your browser doesn’t support HTML5
আলাপন: পাকিস্তানে নওয়াজ শরিফের ক্ষমতাচ্যুতি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংকট
অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না। আর এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানূশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয়, বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য।
আজকের আলাপনের প্রশ্ন/মন্তব্য করেছেন:
(১) নিউ ইয়র্কের টাইম টিভির স্বত্বাধিকারি-সি ই ও এবং নিউ ইয়র্কের বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের।
(২) বাংলাদেশ থেকে শাহানা নাসের।
(3) পশ্চিম বঙ্গ মুর্শিদাবাদ থেকে যিয়াউর রহমান।
এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েব সাইটেও শোনা যাবে। আমাদের ওয়েব সাইট www.voanews.com/Bangla/hello Washington