আলেপ্পোতে 'মানবিক বিরতি" হিসাবে বৃহস্পতিবার বোমা বর্ষন বন্ধ রাখার পরিকল্পনা

রাশিয়া বলছে, তার ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী সিরিয়ার উত্তরের শহর আলেপ্পোতে 'মানবিক বিরতি" হিসাবে বৃহস্পতিবার সেখানে বোমা বর্ষন বন্ধ রাখার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী Sergei Shoigu টেলিভিশনে এ ঘোষণা দিয়ে বলেন, স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিমান হামলা বন্ধ রাখার পরিকল্পনা কার্যকর হবে।


বেসামরিক অসুস্থ অথবা আহত মানুষ এবং যেসব বিদ্রোহী চলে যেতে চায়, তারা যাতে যুদ্ধ বিধ্বস্থ শহর ছেড়ে চলে যেতে পারে, সেজন্যই বৃহস্পতিবারের যুদ্ধ বন্ধের পরিকল্পনা করা হয়েছে। রাশিয়ার Lieutenant-General Sergei Rudskoi বলেন, দুইটি করিডোরের মাধ্যমে মানুষ আলেপ্পো ছেড়ে যেতে পারবে; এবং যুদ্ধ বিরতি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশ আলেপ্পোতে নৃশংসতার জন্য মস্কো ও সিরিয়ার বিরুদ্ধে অভিযোগ করলেও, রাশিয়ার কর্মকর্তারা তা অস্বীকার করেছে।