মেন্টাল অ্যারিথমেটিক চর্চায় স্বতঃস্ফুর্ত বাংলাদেশের খুদে শিক্ষার্থীরা

Your browser doesn’t support HTML5

মস্তিষ্কের মানোন্নয়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক ধরনের গাণিতিক পদ্ধতি এটি। বিশ্বজুড়ে প্রতি বছর খুদে শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছতে পারে, তা পরীক্ষার উদ্দেশ্যে অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশেও জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের কোন ক্যালকুলেটর ছাড়া পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয় এবং বেশির ভাগ শিক্ষার্থীই উল্লেখিত সময়ের মধ্যে নির্ভুলভাবে গাণিতিক সমাধান করে।