ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসে মঙ্গলবার রাতে এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসটি নিছক ওই দেশের জন্মলাভের বার্ষিকী নয়। এটি সেই সত্যকেই স্মরণ করিয়ে দেয় যে, একটি জনগোষ্ঠী চেষ্টা করলে তাদের নিজস্ব ভবিষ্যত গড়ে নিতে পারে। স্ব-শাসন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য অবিচল সাধনার এক পরীক্ষা যে বিশ্বকে বদলে দিতে পারে ৪ জুলাই তার প্রকৃষ্ঠ প্রমাণ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আমাদের উভয় দেশের সংবিধানে এই ধারণা সন্নিবেশিত আছে যে, সকল মানুষ জন্মগতভাবে সমান। তাদের চিন্তা, উদ্ভাবন আর নিজেদের প্রকাশ করার সুযোগ ও স্বাধীনতা দেয়া হলে অপার সম্ভাবনার সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, তার ভাষায়, বাংলাদেশে দায়িত্ব পালনের শেষ লগ্নে এসে বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণকে সেই আহবানটিই জানাতে চাই যে-যা আমি বলতে চাই আমার নিজ দেশ, সরকার এবং জনগণকেও। আর সেটি হচ্ছে- আমাদের সমর্থন করতে হবে সহিংসতাহীন, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের, যা কিনা জনগণের ইচ্ছার প্রতিফলন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
america independence day