আমেরিকার পররাষ্ট্র বিভাগের আন্ডার সেক্রেটারি ঢাকা আসছেন

Dr. Sarah Seawall

আমেরিকান আন্ডার সেক্রেটারি সেরাহ সিওয়েলের ঢাকা সফরসূচি চূড়ান্ত। আগামী সপ্তাহে তিন দিনের এক সফরে ঢাকা আসবেন। নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ঢাকার নীতি-নির্ধারক, রাজনীতিক, সুশীল সমাজসহ নানা স্তরের প্রতিনিধির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। দু’বছরের বেশি সময় ধরে ওবামা প্রশাসনে নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সারাহ সিওয়েল কাজ করছেন। বাংলাদেশে এটা হবে তার প্রথম সফর। বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিতে সিওয়েলের সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকেবহাল কূটনীতিকরা। সিওয়েলের সফরের আগে হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সেক্রেটারি অ্যালান বার্সিন দু’দিনের জন্য ঢাকায় আসবেন।
ওদিকে যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি সংক্রান্ত একটি প্রতিনিধি দলের ঢাকা সফর স্থগিত হয়ে গেছে। চলতি সপ্তাহেই তাদের আসার কথা ছিল। আগামী মাসে এই সফর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট