ট্রাম্প আমেরিকায় ৪০০ বছরের গণতন্ত্রের পূর্তি দিবস পালন করলেন

of Burgess in Jamestown, Va., July 30, 2019.

ভার্জিনিয়া আইন পরিষদের কিছু সদস্যের বর্জন এবং একজন বিধায়কের সংক্ষিপ্ত বিক্ষোভের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভার্জিনিয়ার জেমস টাউনে মঙ্গলবার ঐ আইন পরিষদের ৪০০ তম বার্ষিকী পালন করেন। ট্রাম্প বলেন এটা বিপুল সম্মানের কথা যে পশ্চিম গোলার্ধের সব চেয়ে পুরোনো আইন পরিষদ, ভার্জিনিয়া জেনারেল এসেম্বলি’র যৌথ অধিবেশনে প্রথম বার কোন প্রেসিডেন্ট হিসেবে আমি বক্তব্য রাখছি। চারশ ‘ বছর আগে এই দিনে, এই জেমস নদীর তীরে এই নতুন পৃথিবীর প্রথম প্রতিনিধিত্বকারী আইন পরিষদ অধিবেশনে বসে। বিভিন্ন প্রজন্মের দেশ প্রেমিকদের শ্রদ্ধায় এই পরিষদ যুগ যুগ ধরে সমৃদ্ধ হয়েছে। আর আজ এই গর্বের ঐতিহ্য আপনাদের মধ্যেও অব্যাহত আছে।

ট্রাম্প তাঁর ভাষণের মাঝামাঝি পর্যায়ে থাকার সময়ে ডেমক্র্যাট দলীয় প্রতিনিধি ইব্রাহিম সামিরাহ চিৎকার করে বলেন, মি প্রেসিডেন্ট আপনি আমাদের ফেরত পাঠাতে পারেন না, ভার্জিনিয়া আমাদের আবাস ভুমি, আপনি আমাদের ফেরত পাঠাতে পারেন না। উপস্থিত অন্য সদস্যরা এই ফিলিস্তিনি আমেরিকার দন্ত চিকিৎসকের বিরুদ্ধে শ্লোগান দেন এবং কেউ কেউ কেউ ইউ এস এ, ইউ এস এ ; ট্রাম্প, ট্রাম্প শ্লোগান ও দেন। পুলিশ সামিরাহকে ঐ জায়গা থেকে বের করে আনে, তখন ও তাঁর হাতে পোস্টার ছিল্ । পরে এক টুইট বার্তায় সামিরাহ বলেন তিনি ট্রাম্পের ভাষণের সময়ে বিঘ্ন সৃষ্টি করেন কারণ ভদ্রতা দেখিয়ে কারও বর্ণবাদ কিংবা গোঁড়ামিকে ক্ষমা করা যায় না।