অত্যাধুনিক অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, বিস্ফোরক, সেনাবাহিনীর পোশাক ও তিন জঙ্গী আটক

চট্টগ্রামের একটি বাড়ি থেকে অত্যাধুনিক অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, বিস্ফোরক, সেনাবাহিনীর পোশাক ও জঙ্গীবাদ মোকাবেলায় পুলিশের বিশেষ গোপনীয় নথিসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং তিনজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী। পুলিশ জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ বা জেএমবি’র সদস্য। পুলিশের দাবি, চট্টগ্রামের হাটহাজারীর ওই বাড়ির একটি তলাকে জঙ্গীরা আস্তানা হিসেবে ব্যবহার করছিল।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে একটি অত্যাধুনিক স্নাইপার রাইফেল, ২৫২ রাউন্ড গুলি, ৫ কেজি বিস্ফোরক জেল, ২৫টি ডিটোনেটর, বোমা তৈরির সরঞ্জামাদি, ১৪ সেট সেনাবাহিনীর পোশাক এবং এক জোড়া মেজর পদের র‌্যাংক ব্যাজ রয়েছে। চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল জানান, এই ধরনের অত্যাধুনিক স্নাইপার রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও নেই।

শনিবার রাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার মিরপুর থেকে জেএমবি’র তিনজন গুরুত্বপূর্ণ সদস্য আটকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

amir 12 27 2015