উরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সর্বত্র বিদেশীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন

Bangladesh Flag

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ দেশের সর্বত্র বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৬টি দেশের কূটনীতিকরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, শুধু গুলশান ও বারিধারা, যেখানে আমরা বসবাস করি, সেখানকার নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; সারাদেশেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা বিদেশীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রয়োজনে ঢাকার বাইরে বিদেশীদের চলাচলে পুলিশ ও র‌্যাবের প্রহরা দেয়া হবে। এদিকে, দেশের বিশ্ববিদ্যালয়সমূহের তদারকি সংস্থা মঞ্জুরী কমিশন সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে জঙ্গী তৎপরতা হচ্ছে কিনা তা নজরদারি করার জন্য তিন সদস্যের এক কমিটি গঠন করেছে।
ঘাতক দালাল নির্মূল কমিটি এক শ্বেতপত্র প্রকাশ করেছে-যাতে বলা হয়েছে, বাংলাদেশে দেড়শ’র মতো গ্রুপ আছে যারা সরাসরি জঙ্গী তৎপরতার সাথে যুক্ত কিংবা জঙ্গী তৎপরতায় মদদ ও সহায়তা দিচ্ছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

amir