বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থের মধ্যে উদ্ধার হওয়া দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার জন্য ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছে ফিলিপাইনেরই একটি আদালত। সোমবার ওই আদালতের রায়ে বলা হয়েছে যে, ওই অর্থ ফেরত পাবার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে।
গত ফেব্রুয়ারিতে সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থের পরিমাণ ৮ কোটি ১০ লাখ ডলার। ওই অর্থ চলে যায় ফিলিপাইনের ক্যাসিনোতে। ওই দেশটির সিনেটের বিশেষ কমিটিসহ বিভিন্ন সংস্থা দেড় কোটি ডলার অর্থ উদ্ধার করলেও, বাকি ৬ কোটি ৬০ লাখ ডলারের এখনো কোনো সন্ধান মেলেনি। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, যে ক্যাসিনো ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি ডলার অর্থ উদ্ধার করা হয় সেই ব্যবসায়ী প্রথমে সাড়ে তিন কোটি ডলার অর্থ তার হস্তগত হয়েছিল বলে স্বীকার করেছিলেন। স্বীকারোক্তি অনুযায়ী বাকি ২ কোটি ডলার অর্থ তিনি আর জমা দেননি এবং ওই অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকারের কোনো উদ্যোগও নেই এখন পর্যন্ত।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
amir money