বাংলাদেশে সন্দেহভাজন মাদক অপরাধীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হোসেন।
জাতিসংঘের খবরা খবরের ওয়েব সাইটে দেয়া এক বিবৃতিটিতে জেইদ বাংলাদেশ কর্তৃপক্ষকে বিচার বহির্ভূতভাবে হত্যা বন্ধ করা এবং এ ধরনের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার আহবান জানান। নিহত ব্যক্তিদের কেউই নির্দোষ নয় এবং মাদক-বিরোধী অভিযানে কিছু ভুল ভ্রান্তি হতেই পারে সরকারে এই ধরণের বক্তব্য খুবই বিপজ্জনক এবং আইনের শাসনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শনের ইঙ্গিতবাহী বলে জাতিসংঘের মানবাধিকার প্রধান মন্তব্য করেছেন।
সকল মানুষের জীবনের অধিকারের উল্লেখ করে তিনি বলেন কোন মানুষ মাদক বিক্রি করলেই সে তাঁর মানবাধিকার হারায়না। এদিকে, এশিয়া এবং প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বাংলাদেশে মাদক বিরোধী অপারেশনে নিহতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। এক টুইট বার্তায় তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট