ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ ওলান্দ আজ মঙ্গলবার ওয়াশিংটন এসেছেন-প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা-বৈঠক হলো তাঁর।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ ওলান্দ আজ মঙ্গলবার ওয়াশিংটন আসেন-প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা-বৈঠক হলো তাঁর। ইসলামিক স্টেইট জঙ্গিদের বিরুদ্ধে এককাট্রা হয়ে লড়বার জন্যে বিশ্ব শক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ ওলান্দ।

সোমবার ওলান্দ নিজ দেশে স্বাগত: জানিয়েছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভীড ক্যামারোনকে।আর পরে, এ সপ্তাহেই তিনি পৃথক পৃথক আলোচনায় মিলিত হবেন রাশিয়া- চীন- জার্মানী ও ইটালীর নেতৃবৃন্দের সঙ্গে।

সোমবার হোয়াইট হাউস মূখপাত্র জশ আর্নেস্ট -ফ্রান্স কতৃক বিমান অভিযানের সম্প্রসারনকে স্বাগত: জানিয়ে বলেন,দেশগুলো – সবাই যদি আরো কিছু কিছু অবদান রাখে,আরো বেশি কিছু করা সম্ভব।বলেন- এ অবধি, মানবিক সহায়তা ও সামরিক অভিযান, দু’ তরফেই যুক্তরাষ্ট্রের অবদানই সবচেয়ে বেশি।