আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির তৎপরতার বিষয়ে অধ্যাপক ড. সি আর আবরারের মূল্যায়ন

Bangladesh Myanmar Attacks

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা গত শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর একটি ট্রাকের উপরে উত্তর রাখাইনে হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছে এবং আরসা মিয়ানমারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই বলে যে সতর্ক বার্তা মিয়ানমার কর্তৃপক্ষকে দিয়েছে তা পুরো রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি কৌশল ও প্রচেষ্টা হিসেবে দেখছেন বাংলাদেশের বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

ড: আবরার চৌধুরীর সাক্ষাৎকার