দাঙ্গা পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ আফ্রিকায় সেনাবাহিনী তলব 

আলেক্সান্দ্রা শহরের অশান্ত পরিস্থিতি দমনে পাহারারত সেনাবাহিনীর সদস্য, ১৫ই জুলাই, ২০২১

দক্ষিণ আফ্রিকা সরকার, তাদের কথায়, দেশজুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার সহিংসতার বিস্তার রোধে, ২৫,০০০ সেনা সদস্য উপদ্রুত এলাকায় পাঠাচ্ছেI দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন প্রেসিডেন্ট, জেকব জুমা'র কারাদণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ, গত সপ্তাহে গণ-অসন্তোষে রূপ নেয়I বিভিন্ন শহরের দোকান-পাট, শপিং মল এবং রিটেল স্টোরে লুটতরাজ চালায় হামলাকারীরা এবং ফ্যাক্টরি ও ওয়ারহাউজে অগ্নি সংযোগ করেI দাঙ্গায় বহু নিহত ও শত শত লোক আহত হয়েছেনI

নিরাপত্তা বিশ্লেষকেরা জানান, পুলিশ ও নিরাপত্তা সদস্যদের ওপর আস্থা হারিয়ে, জনগণ নিজেদের হাতে আইন তুলে নিয়েছেনI আদালতের রায়ের বিরুদ্ধে অবমাননা এবং দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট জুমা'র কারাদণ্ডের পর, জুমা'র সমর্থকেরা রাস্তায় রাস্তায় বিক্ষোভে অংশ নেনI

বেকারিত্ব, বিদ্যুৎ বিভ্রাট ও কভিড ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে, প্রতিবাদ-বিক্ষোভ দ্রুত লুটতরাজে রূপ নেয়I

(রয়টার্স)