প্রস্তাবিত নারী নীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে সংঘর্ষ

প্রস্তাবিত নারী নীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে সংঘর্ষ

প্রস্তাবিত নারী নীতি বাতিলের দাবিতে চট্টগ্রামে সংঘর্ষ

শুক্রবার প্রস্তাবিত নারী নীতিমালা বাতিলের দাবিতে চট্টগ্রামে “হেফাজতে ইসলামী বাংলাদেশ” নামে এক সংগঠনের সাথে এক সংঘর্ষে ৮জন পুলিশ সদস্য-সহ ৩০জন আহত হয়েছে।

সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর হয়। সংগঠনের সদস্যরা পুলিশের ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে যায়।

এক বিবৃতিতে তারা বলেন, “কোরানের বিরুদ্ধে নীতিমালা প্রণয়ন করে, তৌহিদী জনতার উপর দমন নিপীড়ন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। সরকার তার ভুল থেকে ফেরত না এলে চরম পরিণতি বরণ করতে হবে”।