বর্মার প্রেসিডেন্ট গণতান্ত্রিক সংস্কারের প্রত্যয় প্রকাশ করলেন

বর্মার প্রেসিডেন্ট থেইন শেইন এক বছর আগে শুরু হওয়া তার সরকারের গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম চলার সময়ে সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান।

বৃহস্পতিবার সংসদে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেন যে কয়েক দশকের সামরিক শাসনের পর সম্পুর্ণ রূপান্তরের জন্যে দেশটিকে একটি দীর্ঘ ও বন্ধুর পথ ধরে এগুতে হবে। তিনি বলেন আরও অনেক কিছু করার আছে এবং বর্মার জনগণকে এই রূপন্তরে অংশ নিতে বলেন ।

তিন বলেন যে এই পরিবর্তন আনতে হলে অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে , সরকারের দক্ষতা বাড়াতে হবে, আইন বিভাগকে ক্ষমতা দিতে হবে , ব্যক্তিমালিকানার ব্যবসাকে উৎসাহিত করতে হবে।

নতুন যে সব পরিবর্তন আসছে তার মধ্যে রয়েছে সংবাদপত্রের বিধিনিষেধ শিথিল করা , শত শত রাজনৈতিক বন্দী মুক্তি এবং গণতন্ত্রপন্থি নেত্রী অন সান সূচি সঙ্গে সংলাপে বসা। ১লা এপ্রিল এ্কটি উপনির্বাচনে অংশ নিচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী এই নেত্রী।