পাকিস্তা্নে কোন কোন রাজনৈতিক দল জঙ্গিদের সমর্থক : সাংবাদিক মাসকাওয়াথ আহসান

  • আনিস আহমেদ

পাকিস্তা্নে কোন কোন রাজনৈতিক দল জঙ্গিদের সমর্থক : সাংবাদিক মাসকাওয়াথ আহসান

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভিযানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে সেনাছাউনির কাছে অ্যাবটাবাদে বিন লাদেন নিহত হবার পর এখন প্রশ্ন উঠছে সেখানে বিন লাদেন এই যে এতদিন ধরে অবস্থান করছিলেন, সে ব্যাপারে পাকিস্তানের সম্পুর্ন অজ্ঞতা সম্ভবত বিশ্বাসযোগ্য নয়। অনেকেই এ রকম অভিযোগ এনেছেন যে পাকিস্তান সরকারের কোন বিভাগ অন্তত বিষয়টি জানতো। সে জন্যেই হয়ত যুক্তরাষ্ট্র গোপনে সন্তর্পনে এই অভিযান অব্যাহত রাখে। এ নিয়েই করাচির ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট এর মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক এবং ই-বাংলাদেশ অনলাইন পত্রিকার সম্পাদক মাসকাওয়াথ আহসানের সঙ্গে কথা হয়েছে । তিনি বলছেন এ নিয়ে পাকিস্তানে একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। কিন্তু ঠিক সরকারের সঙ্গে যোগসাজশ কতটা ছিল সন্ত্রাসীদের, সেটা নিশ্চিত নয়। কিন্তু পাকিস্তানের কোন কোন রাজনৈতিক দল জঙ্গিদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহারের জন্যে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।

মাসকাওয়াথ আরো বলেন যে ওসামা বিন লাদেনের ওপর এ অভিযানের পর সেখানে বড় রকমের কোন প্রকাশ্য সমর্থন জঙ্গিরা জানায়নি। যদিও দু একটি এলাকায় ছোটখাটো মিছিল হয়েছে। তিনি আরও বলেন সাধারণ ভাবে লোকজন স্বস্তি বোধ করছে, কিন্তু মানুষ জন একই সঙ্গে ভীত সন্ত্রস্ত।