ইয়েমেনে আত্মঘাতী বোমাবাজের হামলঅয় ৯৬ জন সৈন্য নিহত

ইয়েমেনের কর্মকর্তারা বলছেন যে একজন আত্মঘাতী বোমাবাজ রাজধানী সানায় সামরিক কুচকাওয়াজের মহড়ায় হামলা চালিয়ে কমপক্ষে ৯৬ জন সৈন্যকে হত্যা করেছে এবং শ দুয়েক আহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন সামরিক ঊর্দি পরা এই বোমাবাজটি এই বিস্ফোরণ ঘটায়্। ঐ মহড়ায় ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন তবে তিনি অক্ষত রয়েছেন।

কোন গোষ্ঠিই এই হামলার দায় স্বীকার করেনি কিন্তু আল ক্বায়দা জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত , ইয়েমেন সরকারের সাম্প্রতিক আক্রমণের সঙ্গে এই ঘটনার মিল আছে। গত বছর তদনীন্তন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহি সালেহর বিরুদ্ধে গণ অভূত্থানের সময়ে , আল ক্বা্য়দা সে দেশের দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করে নেয়।

মি সালেহর উত্তরাধিকারী ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর সন্ত্রাসীচক্রের স্থানীয় সহযোগী , আল ক্বায়দা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলার ক্রমবর্ধমান উপস্থিতির বিরুদ্ধে লড়াই করার সঙ্কল্প প্রকাশ করেছেন ।