কারজাই সর্বসাম্প্রতিক নেটো হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই জোটবাহিনীর বিমান হামলার ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুর্বাঞ্চলে কর্মকর্তারা বলছেন যে নেটোর ঐ হামলায় এক পরিবারের আটজন প্রাণ হারিয়েছে।

পাখতিয়া প্রদেশের একজন সরকারী মুখপাত্র রোহুল্লাহ সামুন ভয়েস অফ আমেরিকাকে বলেন যে শনিবার রাতে জোট বাহিনীর এক বিমান অভিযানে গার্দা সেরাই এলাকায় একজন লোক , তার স্ত্রী এবং তার ছয় শিশু নিহত হয়। তিনি বলেন যে তার তথ্য অনুযায়ী লোকটি কোন বিদ্রোহী গোষ্ঠি কিংবা সরকার বিরোধী কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।নেটো কর্মকর্তারা বলছেন যে তারা এই ঘটনার খবর সম্পর্কে অবহিত এবং বিষয়টি তদন্ত করে দেখছেন।

অসামরিক লোকের হতাহত হবার ঘটনাই প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার এবং অফগানিস্তানে আন্তর্জাতিক জোটের মধ্যে মনোমালিন্যের প্রধান কারণ।

এ মাসের গোড়ার দিকেই. আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জান কুবিস বলেন যে ২০১২ সালের প্রথম চার মাসে , আগের বছর ঐ সময়ের তুলনায় অসামরিক হতাহতের সংখ্যা ২০ শতাংশ কমেছে। কুবিস বলেন যে আত্মঘাতী বোমা সহ বিদ্রোহীদের হামলাই অসামরিক লোকজনের মৃত্যুর প্রধান কারণ।