ইরাকে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি

ইরাকে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি

ইরাকি কর্মকর্তারা বলছেন যে তিকরিত শহরে একজন আত্মঘাতী বোমাবাজ বোমা ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১২ জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে।

প্রয়াত ইরাকি নেতা সাদ্দাম হোসেনের শাসন আমলে নির্মিত কয়েকটি প্রাসাদ সম্বলিত প্রাঙ্গনের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন যে নিহতদের মধ্যে ইরাকি সেনাবাহিনীর একজন কর্নেল এবং বেশ কয়েকজন সৈন্য ও রয়েছে।

এই হামলার ঠিক আগেই গত শুক্রবার ঐ শহরে সমন্বিত কিছু বোমা হামলার ঘটনা ঘটে , যাতে ২১ জন নিহহ হয়।

রাজধানী বাগদাদ থেকে ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত তিকরিত হচ্ছে সাদ্দামের নিজস্ব শহর ।

এ দিকে আজ সোমবারই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে , যে ইরাকের কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্রের পাঁচ জন সৈন্য নিহত হয়েছে তবে এই সব মৃত্যু সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি।

ইরাকি কর্মকর্তারা বলছেন যে বাগদাতে বন্দুকধারীরা কয়েকটি নিরাপত্তা চৌকিতে গুলি চালালে চারজন নিহত হয়।