বাংলাদশে হরতাল নিয়ে সাংঘর্ষিক রাজনীতির ব্যাপারে উদ্বিগ্ন অনেকেই

হরতালের আগে পুলিশ নিরাপত্তা তল্লাশি

বাংলাদেশে বিরোধী দলের ডাকে দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবিরাম হরতাল শুরু হচ্ছে রোববার থেকে । সকাল ৬টা থেকে কাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াত ইসলামীসহ ১৩টি রাজনৈতিক দল হরতালের সমর্থনে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল-মিটিং ও প্রচারপত্র বিলি করেছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এ হরতালে সমর্থন দিয়েছে।

এদিকে হরতালকে ঘিরে পাল্টাপাল্টি হুশিয়ারি, ব্যাপক উত্তেজনা, পুলিশের হামলা-গণগ্রেফতার, মোবাইল কোর্টের গণসাজা, গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হরতালের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর। হরতাল আহ্বানকারী দলগুলো হরতালে বাধা দেয়া হলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে। পুলিশ বলেছে, এবার কঠোর অবস্থানে থাকবে তারা। এ দিকে হরতাল কেন্দ্রিক এ সাংঘর্ষিক রাজনীতি সম্পর্কে অনেকেই সংশয় প্রকাম করেছেন।