গাজা থেকে ইসরাইলে আরও রকেট নিক্ষেপ

গাজা থেকে ইসরাইলে আরও রকেট নিক্ষেপ

ফিলিস্তিনি জঙ্গিরা রোববার ইসরাইলে অন্তত আরো ১৭টি রকেট নিক্ষেপ করে এবং ইসরাইলী সামরিক বাহিনী ঐ অঞ্চলে একটানা ৪ দিনের সহিংসতায় গাজা ভূখন্ডের ওপর বিমান হামলা চালায়।

সবশুদ্ধ এই সহিংসতায় ১৫ জন ফিলিস্তিনি, ন জন ইসরাইলী এবং ৫ জন মিশরী নিহত হয়েছে।

ফিলিস্তিনি পুলিশ বলছে যে রোববার পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরাইলী সৈন্যরা বেশ ক জন হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে। এর মাত্র কয়েক ঘন্টা আগেই ঐ গোষ্ঠির গাজা শাখা ইসরাইলে রকেট হামলা চালায়।

ইসরাইল বলছে যে হামাস শাসিত গাজায় জঙ্গিরা গত কয়েক দিনে ইসরাইলের দক্ষিনাঞ্চলে এক শ ‘র ও বেশি রকেট নিক্ষেপ করেছে।

ইসরাইলের ঐ অভিযানে প্রধানত ফিলিস্তিনি জঙ্গিরাই প্রাণ হারিয়েছে । উভয় তরফের অসামরিক লোকজন আহত হয়েছে।

এ দিকে আরব লীগ ইসরাইলের বিমান হামলার নিন্দে করেছে এবং আজ এক বিবৃতিতে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই আক্রমণ বন্ধের জন্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।