আফগানিস্তানে দশজন সাহায্যকর্মি নিহত

একটি আন্তর্জাতিক খ্রীষ্টান দাতব্য প্রতিষ্ঠান বলছে যে জঙ্গিরা উত্তর আফগানিস্তানের দুর্গম অঞ্চলে ছয়জন আমেরিকানসহ তাদের দশজন সাহায্যকর্মিকে হত্যা করেছে।

ইন্টারন্যাশনাল অ্যাসিসটেন্স মিশন নামের ঐ দাতব্য প্রতিষ্ঠানের পরিচালক ডার্ক ফ্রান্স বলেছেন যে গত বুধবার সাহায্কর্মিরা নুরিস্তানে একটি চক্ষু চিকিৎসা ক্লিনিক থেকে কাবুলে ফিরে যাবার সময়ে শেষ বারের মতো তাদের সঙ্গে যোগাযোগ হয়।

শুক্রবার বাদকাশানে তাদের বুলেটবিদ্ধ দেহ পাওয়া যায়।
তালিবান এই চিকিসাকর্মিদের হত্যা করার দায় স্বীকারে করেছে । এই দলের মধ্যে একজন জার্মান,একজন ব্রিটিশ এবং দু জন অাফগান ও ছিলেন।
তালিবানের মুখপাত্র ঐ গোস্ঠিটিকে খ্রীষ্টান ধর্মপ্রচারের জন্যে অভিযুক্ত করেছে তবে ফ্রান্স এই অভিযোগ অস্বীকার করেছেন যে তার দল ধর্মান্তরণে ব্যাপ্ত ছিল।

আরো দু জন আফগান যারা ঐ দলটির সঙ্গে ভ্রমণ করছিল,তারা ঐ আচমকা আক্রমণ থেকে রক্ষা পায়।