জলবায়ু সম্মেলনে চুক্তি অর্জনের সময় ফুরিয়ে যাচ্ছে

জলবায়ু সম্মেলনে চুক্তি অর্জনের সময় ফুরিয়ে যাচ্ছে

প্রায় ২০০ দেশ থেকে আগত প্রতিনিধিরা দক্ষিণ আফ্রিকার ডার্বানে জলবায়ু সম্মেলনে শনিবার কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় চুক্তি অর্জনের লক্ষ্যে এই সম্মেলন হচ্ছে।

শুক্রবার এই সম্মেলন শেষ হওয়ার কথা ছিল।

প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব মূল্যায়ন করছেন। ওই প্রস্তাবে কিয়োটো প্রোটোকল দ্বিতীয় মেয়াদের জন্য সম্প্রসারণের কথা বলা হয়।

এই নতুন প্রতিশ্রুতি ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

ইইউর কমিশনার কনি হেডেগার্ড প্রতিনিধিদের প্রতি আহ্বান জানাচ্ছেন সমঝোতায় আসার জন্য।