পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে রাজনৈতিক দল ও আই এস আই এর সম্পৃক্ততা রয়েছে : ক্রিস ব্ল্যাকবার্ন

  • আনিস আহমেদ

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে রাজনৈতিক দল ও আই এস আই এর সম্পৃক্ততা রয়েছে : ক্রিস ব্ল্যাকবার্ন

পাকিস্তানের প্রধান বিরোধীদল, প্রাক্তন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ, ওসামা বিন লাদেন বিরোধী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের সমালোচনা করে বলেছে যে ঘটনাটি ছিল পাকিস্তানের সার্বভৌমত্ব লংঘনের সমান । এই প্রেক্ষাপটে পাকিস্তানে উগ্রপন্থিরা সেখানকার রাজনৈতিক দলগুলোর সমর্থন কতটা পাচ্ছে সে নিয়েই , সন্ত্রাস ও দক্ষিণ এশিয়ায় ধর্মীয় উগ্রবাদ বিষয়ক গবেষক ও লেখক ক্রিস ব্ল্যাকবার্ন ব্রিটেনের, New Castle- Upon –Tyne থেকে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে। তিনি প্রধানত আলোকপাত করেছেন আল ক্বায়দার মতো উগ্রপন্থিদের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা সম্পর্কে ।

তিনি বলছিলেন যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই ঐতিহাসিক ভাবেই সেখানকার উগ্র ডানপন্থি রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করেছে, বিশেষত পাকিস্তান মুসলিম লীগকে। ১৯৯০-এর দশকে এ রকম একটি ব্যাঙ্ক কেলেংকারীও হয়েছিল যেখানে তৎকালীন সেনা প্রধান জেনারেল আসলাম বেগ, আই এস আইকে জামায়াতে ইসলামি দলের এবং মুসলিম লীগের তহবিলে অর্থ যোগান দিতে বলেছিলেন, যাতে করে তারা ভুট্টো বিরোধ অভিযান চালাতে পারে। আজই একটা রিপোর্ট পড়লাম যেখানে আই এস আই এর সাবেক মহাপরিচালক হামিদ গুল , যিনি ১৯৮০ ও ৯০ এর দশকে কাযত এই সব জঙ্গি গোষ্ঠির নের্তৃত্ব দিয়েছেন। তিনি বলেছেন ওসামা বিন লাদেনের এ হত্যাকান্ডকে পাকিস্তানের চরম দক্ষিনপন্থি ও ইসলামপন্থি দলকে একত্রিত করার কাজে ব্যবহার করবেন, যাতে করে তারা সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে। এমন কী কাজি হোসেন আহমেদ , জামায়েতে ইসলামির সাবেক আমিরের সঙ্গে ওসামা বিন লাদেনের দেখা হয়েছে বলে তিনি ২০০৬ সালে এক সাক্ষাৎকারে উল্লেখ করেন। সুতরাং পাকিস্তানে উগ্রপন্থি রাজনৈতিক দলগুলির সঙ্গে ধর্মীয় উগ্রপন্থিদের সম্পৃক্ততাকে নাকচ করে দেওয়া যায় না।