সউদী আরবের কঠোর রক্ষণশীল সামাজিক অনুশাসনে ও পারিপার্শ্বিকতায় যে নগণ্য সংখ্যক প্রতিভাধর লেখক-লেখিকা সমকালীন আরবী সাহিত্যে অসামান্য অবদান রক্ষায় সক্ষম হয়েছেন – তাদের একজন কবি, ঔপন্যাসিক, কূটনীতিক ও রাজনীতিক গাযী আবদ আল রহমান আল গোসাইবি। গত ১৫ই আগস্ট তাঁর জীবনাবসান ঘটে – ৭০ বছর বয়সে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে রিয়াদ-এর একটি হাসপাতালে।
গাযী আবদ আল রহমান আল গোসাইবি, কবি, ঔপন্যাসিক, এবং কূটনীতিক
সাম্প্রতিককালে প্রভাবশালী বিশিষ্ট রাজনীতিকদের সৃষ্টিশীল সাহিত্য চর্চায় নিবেদিত হওয়ার বেশ কিছু নজীর রয়েছে প্রাচ্য – পাশ্চাত্য দুনিয়ায় – যাঁদের মধ্যে বিশ্বব্যাপী খ্যাতিমান – ফ্রান্সের আন্দ্রে মলরোঁ, সেনেগালের লিওপোল্ড সেনঙ্গর, চিলির পাবলো নেরুদা প্রমুখ। এই তালিকায় সংযোজিত হয়েছেন গাযী আল গোসাইবি । মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন সউদী আরবের শ্রম মন্ত্রী, রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বাহরাইন, বৃটেন ও আয়ারল্যাণ্ডে। লণ্ডন থেকে আইন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভের পর অধ্যাপনা করেছেন সউদী আরবের আবদুল আযিয বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত প্রধানতঃ কবি ও ঔপন্যাসিক হিসেবে। ফিলিস্তিনী সংগ্রামীদের সাহসিকতার প্রশংসা করে তাঁর রচিত আরবী কবিতা – ‘আল শহীদ’ ও তার ইংরেজী অনুবাদ – ‘দ্য মার্টার্স’ পশ্চিমী বিশ্বে বেশ বড়রকমের ঝড় তোলে।