অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক হামলার দায় স্বীকার করেছে

নরওয়েতে শোকার্ত জনগন

নরওয়ের নাগরিক যাকে সন্দেহ করা হচ্ছে যে তিনি শুক্রবারের মারাত্নক বোমা বিস্ফোরণ ও যথেচ্ছ গুলি চালনার জন্য দায়ী, তার আইনজীবী বলেছেন জোড়া আক্রমনের অভিযোগ তিনি স্বীকার করেছেন।

আইনজীবী গেইর লিপ্সট্যাড শনিবার বলেছেন অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক।হামলার দায় স্বীকার করেছে। আক্রমন পুর্বপরিকল্পিত ছিল। আইনজীবী বিস্তারিত আর কিছু বলেন নি।

শনিবার এক খামার থেকে বলা হয় যে তারা ওই সন্দেহভাজনের কাছে মে মাসে সার বিক্রী করে। বোমা তৈরীতে জমির সার অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে।

ওই দুই হামলায় ৯২ জন নিহত হয়। শুক্রবার অসলোতে এক বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়। এবং তারপরে অসলোর উত্তরে এক দ্বীপে কিশোরদের এক ক্যাম্পে গুলি বর্ষণে অন্তত আরও ৮৫জন নিহত হয়। পুলিশ সূত্রে বলা হয় দ্বীপে এখনও ৪ পাচ জনের খবর পাওয়া যায়নি।

পুলিশ সন্দেহভাজনের বিবরন দেয়। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সন্দেহভাজন হচ্ছেন ৩২ বছর বয়ষ্ক অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক। তিনি একজন মৌলবাদী খৃষ্ঠান এবং তার রাজনৈতিক মতাদর্শ ডান ঘেষা। পুলিশ বলেছে তিনি মুসলমান বিরোধী বক্তব্য ইন্টানেটে লিখেছেন। সংবাদ মাধ্যমে আরও বলা হচ্ছে নরওয়েতে বহুসংস্কৃতির কট্টর বিরোধী।