হলি আর্টিজানে হামলার অভিযোগপত্র শিগগির দেয়া হবে - স্বরাষ্ট্রমন্ত্রী

Bangladesh attack

রাজধানীর গুলশান এলাকায় প্রায় এক বছর আগে অভিজাত হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলার অভিযোগপত্র খুব শিগগির দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার ঢাকায় সাংবাদিকদের একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন একটি নির্ভুল এবং ত্রুটি মুক্ত চার্জশিট দেওয়ার জন্য তদন্তকারী সংস্থা একটু সময় নিচ্ছে। গত বছর পহেলা জুলাই রাতে হলি আর্টিজান রেস্তরাঁয় সংঘটিত জঙ্গি হামলায় ২০ জন নিহত হন যাঁদের মধ্যে ৯ ইতালিয়ান, ৭ জাপানি, ৩ বাংলাদেশি এবং ১ ভারতীয় নাগরিক ছিলেন। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় নিহত হন দুজন পুলিশ কর্মকর্তা।

পরদিন সকালে সেখানে কমান্ডো অভিযানে হামলাকারী পাঁচ তরুণ এবং রেস্তরার এক পাচক নিহত হন। হলি আর্টিজানের ওই হামলাকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ওই ঘটনার পর সরকার বুঝতে পেরেছিল জঙ্গিরা কি চায়, কি তাদের উদ্দেশ্য, কারা এদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং কারা এর অর্থায়ন করছে।

Your browser doesn’t support HTML5

হলি আর্টিজানে হামলার অভিযোগপত্র শিগগির দেয়া হবে - স্বরাষ্ট্রমন্ত্রী