আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হলেন পাকিস্তানের আসিফ আলী

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট করছেন আসিফ আলী। নভেম্বর ৭, ২০২১। (ছবি- আমির কুরেশি/এএফপি)

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হলেন পাকিস্তানের আসিফ আলী। অক্টোবর মাসের সেরার লড়াইয়ে আসিফের সঙ্গে প্রতিযোগী ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও নামিবিয়ার ডেভিড ভিসে।

বিশ্বকাপে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ জেতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন আসিফ আলী। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসের পর আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে চার ছক্কায় পাকিস্তানকে জিতিয়েছিলেন আসিফ।

বাংলাদেশের পারফরম্যান্স খরার মধ্য দিয়ে সাকিব ছিলেন উজ্জ্বল। বিশ্বকাপে টাইগারদের হয়ে ছয় ম্যাচে ১০৯.১৬ স্ট্রাইক রেটে ১৩১ রান করেন সাকিব। ওভার প্রতি ৫.৫৯ রান দিয়ে নেন ১১ উইকেট। বাছাইপর্বে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে ৪২ রানের সঙ্গে নেন ৩ উইকেট। পাপুয়া নিউ গিনির বিপক্ষে রান করেন ৪৬, উইকেট শিকার করেন ৪টি। দুই ম্যাচেই জেতেন সেরার পুরস্কার।

অপরদিকে আসিফ আলীর আরেক প্রতিদ্বন্দ্বি ডেভিড ভিসে টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত নামিবিয়াকে সুপার টুয়েলভে তুলতে সবচেয়ে বড় অবদান রাখেন। তবে সাকিব-উইজেকে টপকে আইসিসির ভোটিং প্যানেল ও সমর্থকদের ভোটে আসিফ আলীই অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।