আসাম রাজ্যের বিধান সভায় বিজেপির বিজয়ে বাংলাদেশের ওপর প্রভাব নিয়ে বিশ্লেষণ

বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের বিধান সভা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে এই প্রথমবারের মতো জয়ী হয়েছে বিজেপি। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ সরকার ও ক্ষমতাসীন বিজেপির বাঘা বাঘা সব নেতারা সেখানে গিয়ে যেসব বক্তব্য দিয়েছিলেন তার মধ্যে- আসামে বসবাসকারী, তাদের ভাষায়, অবৈধ ও অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলমানদের ভোটাধিকার থাকবে না, অনুপ্রবেশকারীদের বিতাড়ণ করা হবে, অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত সীল বা বন্ধ করে দেয়া হবে- এ জাতীয় অনেক বক্তব্য ছিল। নির্বাচনে জয়লাভের পরে এ নিয়ে বাংলাদেশের ওপরে কি কোনো বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া দেখা দিতে পারে- এমন একটি প্রশ্ন জন্ম নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর এবং বিশ্লেষক ড. আমেনা মহসীন মনে করেন, এ সবই নির্বাচনী বোলচাল বা রেটরিকস। বাস্তবে তেমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিশ্লেষকরা বলছেন, বিগত জাতীয় নির্বাচন- যাতে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছিল এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন- সে সময়ে নির্বাচনে আগে নানা কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। বিশ্লেষকরা বলেন, নির্বাচনকালীন কথাবার্তা ও সরকার পরিচালনা ভিন্ন বিষয়। ...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

আসাম রাজ্যের বিধান সভায় বিজেপির বিজয়ে বাংলাদেশের ওপর প্রভাব নিয়ে বিশ্লেষণ