আসাম রাজ্যের নাগরিকদের তালিকা প্রকাশের প্রস্তুতি, নজর রাখছে বাংলাদেশ

Women from the Tiwa tribe catch fish in a wetland at Dharamtul village in Nagaon district, in the northeastern state of Assam, India, February 19, 2017.

ভারতের আসাম রাজ্যের নাগরিকদের তালিকা প্রস্তুত এবং প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে বাংলাদেশ।
ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোন প্রতিক্রিয়া জানাতে আগ্রহী নয় সরকার। আসাম রাজ্যের ঘটনাগুলোকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বাংলাদেশ বিবেচনা করছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে।
আসামে অবৈধ বাংলাদেশি রয়েছে বলে ওই রাজ্যের কতিপয় সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমে যে সকল খবর প্রকাশিত হচ্ছে সে বিষয়ে তারা বলেছেন সম্প্রতি আসামের নাগরিকদের একাংশের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং বাকিদের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে।
এছাড়া, একটি বিদেশি বার্তা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বরাত দিয়ে বলেছে আসামে যা হচ্ছে তা নিয়ে ভারত সরকার বাংলাদেশকে কিছুই জানায়নি। এ প্রেক্ষাপটে বাংলাদেশ এবিষয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট অসম