মিয়াম্মারে আওন সান সু চি সর্বোময় ক্ষমতার অধিকারী হতে চলেছেন।

মিয়ান্মারের গণতন্ত্র পন্থি নেতা আওন সান সু চি একটি প্রস্তাব পেশ করেছেন যার ফলে তিনি সরকারী ভাবে রাষ্ট্রীয় উপদেষ্টা হতে পারবেন। আর তখন তিনি দেশের প্রশাসনে সর্বোময় ক্ষমতার অধিকারী হবেন।

সংসদে আজই একটি প্রস্তাব উত্থাপিত হয় যা এই নোবেল বিজয়িনী নেত্রীকে সুনির্দিষ্টভাবে সব মন্ত্রকের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের ছাড়পত্র দিয়েছে।এই প্রস্তাব আওন সান সু চি ‘র ন্যাশনাল লীগ ফর ডেমক্র্যাসির সংখ্যাগরিষ্ঠ আইন পরিষদে সহজেই অনুমোদন পাবে।

তিনি প্রেসিডেন্ট তিন জ্য ১৮ সদস্য বিশিষ্ট মন্ত্রী সভায় এরই মধ্যে চারটি মন্ত্রকের দায়িত্বে থাকছেন। এই মন্ত্রকগুলো হচ্ছে , পররাষ্ট্র, শিক্ষা , জ্বালানি শক্তি এবং প্রেসিডেন্টের দপ্তর। প্রেসিডেন্ট তিন জ্য , যিনি সূ চি ‘র ছোটবেলাকার বন্ধু তাকে বুধবার শপথ বাক্য পাঠ করানো হয়। ১৯৬২ সালের পর তিনি হচ্ছেন মিয়াম্মারের প্রথম অসামরিক রাষ্ট্র প্রধান।