অস্ট্রেলিয়া দাবী করছে, ইন্দোনেশিয়ায় মাদক পাচারকারীদের বিচারে দুর্নীতি হয়েছে

ইন্দোনেশিয়ায় দুজন মাদক পাচারকারীর জীবন রক্ষার শেষ চেষ্টা হিসেবে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় জাকার্তাকে এই মৃত্যুদন্ডাদেশ বিলম্বিত করার আর্জি জানিয়েছে। যাতে তাদের বিচারকাজে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তার তদন্ত শেষ হয়। ফায়ারিং স্কোয়াডে ঐ দুই মাদক পাচারকারীর মৃত্যুদন্ডাদেশ কার্যকর হওয়ার কথা।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ দাবী করেছেন, বিচারকরা তাদের শাস্তি কমিয়ে ২০ বছরের কারাদন্ড দেবেন, এজন্যে হাজার হাজার ডলার ঘুষ চেয়েছেন।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, অস্ট্রেলিয়রা আপীলের সকল চেষ্টা নিঃশ্বেষ করে ফেলেছেন।

মিউইরান সুকুমারান এবং অ্যান্ড্রু চানের হয়ে লড়ছেন যে আইনজীবী, সেই ইন্দোনেশিয় উকিল বলেছেন, এই মামলার প্রক্রিয়া ছিল অনৈতিক।