অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে উৎসাহব্যঞ্জক সংক্রমণ হ্রাস 

অস্ট্রেলিয়ার জনবহুল কয়েকটি রাজ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর, উৎসাহব্যঞ্জকভাবে সংক্রমণ নিয়ন্ত্রিত হলে, কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে চলেছেনI শীর্ষ একজন বিশেষজ্ঞ মন্তব্য করেন, তিনি এমন অন্য কোনদেশ দেখেননি, যারা ভাইরাসকে এভাবে পরাজিত করেছেI

শুক্রবার থেকে নিউ সাউথ ওয়ালেস এ আরো নিষেধাজ্ঞা তুলে নেয়া হবেI ৩০০ লোকের জন্য ধর্মীয় উপাসনালয় খুলে দেয়া হবেI এবং রবিবার সিডনিতে প্রায় ৪০,০০০ দর্শক চূড়ান্ত জাতীয় রাগবি লীগের প্রতিযোগিতা প্রত্যক্ষ করবেন I
অস্ট্রেলিয়াতে সংক্রমণে ৯০০ জন প্রাণ হারিয়েছেনI