“সারা জ়ীবন আমি নিজেকে অস্ট্রেলিয়ার নেতা হওয়ার জন্যে তৈরি করেছি”- অস্ট্রেলিয়ার নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী টনি অ্যাবট

অস্ট্রেলিয়ার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী, টনি অ্যাবট বলেছেন, তিনি এখনই কাজ শুরু করতে প্রস্তুত।

টনি অ্যাবটের পার্টি সহজেই জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে। জয়লাভের একদিন পর, নব নির্বাচিত প্রধান মন্ত্রী রোববার সাইকেল চালিয়ে তাঁর দিনটি শুরু করেন। এরপর তাঁকে সারা দিন ধরে শীর্ষ সরকারি কর্মকর্তারা নানা বিষয়ে অবহিত করেন।

অ্যাবটের বিরোধী লিবারেল ন্যাশনাল কোয়ালিশন, শনিবার লেবার পার্টির বিরুদ্ধে বিপুল ভোটে বিজয় লাভ করে। লেবার পার্টি ৬ বছর ক্ষমতায় ছিল।

অস্ট্রেলিয়ার হেরাল্ড সান সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাকারে অ্যাবট বলেছেন, সারা জ়ীবন তিনি নিজেকে অস্ট্রেলিয়ার নেতা হওয়ার জন্যে তৈরি করেছেন। এবং এই নতুন পদের দায়দায়িত্ব অনেক।

তিনি আরো বলেছেন, তাঁর প্রশাসন যে দুটি বিষয়কে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেবে তা হচ্ছে, কার্বন নির্গমনের উপর আরোপিত কর খারিজ করা এবং অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের নৌকা ঠেকানো।