মিয়ানমার সফরে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশ মিয়ানমারে ফেরত যাবার লক্ষ্যে দেশটির রাখাইন রাজ্যের পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য যথাযথ কিনা-তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী খুব শিগগিরই রাখাইনসহ মিয়ানমার সফর করবেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেছেন, এখনো সফরের দিন-তারিখ নির্ধারিত হয়নি। তবে খুব শিগগিরই সফর অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চলছে। সফরের উদ্দেশ্য সম্পর্কে পররাষ্ট্র সচিব শহিদুল হক বিস্তারিত জানিয়েছেন। পররাষ্ট্র সচিব জানান, পরিবেশ প্রত্যাবাসন বান্ধব হলে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হবে।

এদিকে, জাতিসংঘসহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলো বলছে, রাখাইনের পরিস্থিতি এখনো স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়। গত রোববারই জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত ইয়াং হি লি বলেছেন, রাখাইনে এখনও নৃশংসতা চলার কারণে প্রত্যাবাসনের আলোচনা একেবারেই সময়োচিত নয়।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।