বিরোধী দল ছাড়াই একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

BD Parliament

অর্থবহ বিরোধী দল ছাড়াই একাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশন বুধবার বিকালে শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নির্বাচিত ৮ জন সংসদ সদস্য অধিবেশনে অংশ নেননি। বিএনপি সকালে ঢাকায় সংসদ ভেঙে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে। এদিকে, সংসদ অধিবেশনে শিরীন শারমিন চৌধুরী পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদ সংসদে দেয়া ভাষণে সরকারের নানা সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি মৌলিক সব প্রশ্নে সকল রাজনৈতিক দলের ঐক্য কামনা করেন।
এদিকে, মানববন্ধন করে পুনঃনির্বাচন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

বিরোধী দল ছাড়াই একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু