‘গুম’ হওয়া ব্যক্তিদের ঈদুল ফিতরের আগে ফেরত চেয়েছেন স্বজনরা

বাংলাদেশে ঈদুল ফিতরের আগে ‘গুম’ এবং ‘নিখোঁজ’ হওয়া ব্যক্তিদের ফেরত চেয়ে মানব বন্ধন করেছেন তাদের স্বজনেরা।

ঢাকায় শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানব বন্ধনে স্বজনরা ছাড়াও অংশ নিয়েছেন রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীরা। মানববন্ধনে গুম এবং নিখোঁজ হওয়া ব্যক্তিদের বাবা-মা, স্ত্রী-সন্তান এবং ভাই-বোনেরা কান্না ভেজা কণ্ঠে রাষ্ট্রের কাছে আঁকুতি জানিয়েছেন তাঁদের স্বজনদের ফিরিয়ে দেয়ার জন্য।

তাঁরা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের স্বজনদের বাড়ি-ঘর কিংবা রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁদের আর কোন খোঁজ মিলছে না। বছরেরে পর বছর তাঁরা আইন-শৃঙ্খলা বাহিনীর দারে দারে ঘুরেও কোন লাভ হয়নি বলে উল্লেখ করে তারা বলেছেন, অনেক ক্ষেত্রেই থানা পুলিশ মামলা নিতেও গড়িমসি করে। স্বজনরা অভিযোগ করেছেন, মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ এ সম্পর্কে কথা বলতে কোন আগ্রহ দেখায় না।

মানবাধিকার কর্মী নূর খান লিটন সারাদেশে এখন পর্যন্ত যারা গুম এবং নিখোঁজ রয়েছেন, তাদের ঘটনা তদন্ত করার জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ ও আস্থাশীল কমিশন গঠনের দাবি জানান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।