শেষ পর্যন্ত ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হাতে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে লক্ষ্ণৌয়ের সিবিআই আদালত মামলা শুরু করল বিজেপি ও অন্যান্য দলের ১২ জন নেতার বিরুদ্ধে।
সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রতি দিন শুনানি করে ২ বছরের মধ্যে মামলা শেষ করতে হবে। লালকৃষ্ণ আদবানি ইত্যাদি নেতারা যদি দোষী সাব্যস্তও হন, সর্বোচ্চ সাজা ৫ বছরের জেল। মসজিদ ভাঙ্গার পরে দেশব্যাপী দাঙ্গায় নিহত হন ২ হাজার মানুষ। ঐ ঘটনা কিন্তু বিজেপি দলকে রাজনৈতিক ভাবে অনেকটাই এগিয়ে দিয়েছিল। ২৫ বছর পরে এই মামলা শুরুর রাজনৈতিক কি প্রভাব হতে পারে, তা নিয়ে নানান আলোচনা। ২ বছর পরে লোকসভা নির্বাচনে কি বিজেপি কাজে লাগাতে পারবে এই মামলা ও দলের শীর্ষ নেতাদের আদালতের সম্মুখীন হওয়ার ঘটনা। তবে মামলার ফলে রাষ্ট্রপতি পদপ্র্রার্থী হওয়ার সুযোগ আর পাবেন না অশীতিপর নেতা লালকৃষ্ণ আদবানি।
Your browser doesn’t support HTML5
বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ঘটনায় বিজেপিসহ অন্যান্য দলের ১২ জন নেতার বিরুদ্ধে মামলা