বাংলাদেশে পাঁচ দফা দাবীতে বিমান পাইলটদের ধর্মঘট

বাংলাদেশ বিমানের পাইলট ধর্মঘটের কারনে – বিমান এখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে । তবে হজ্ব ফ্লাইটের ওপর এই কর্মবিরতির কোন প্রভাব পড়বে না । পাইলটরা ৫ দফা দাবীতে ধর্মঘট শুর করেছেন ।

বিমান পরিস্থিতি নিয়ে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা কথা বলি বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস এ্যাসোসিয়েশন - ‘বাপার’ সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট – ক্যাপ্টেন নাসিমুল হকের সঙ্গে । তিনি বলেন, ‘বর্তমান যে ম্যানেজমেন্ট বিমানের তারা মুষ্টিমেয় কিছু পাইলটকে জন্যে সুবিধে করে দেওয়ার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে বয়স ৫৭ থেকে ৬২ করেছেন এবং তার সাথে কিছু শর্ত জুড়ে দিয়েছেন।

আর বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টর জাকিউল ইসলাম টেলিফোনে আমাদের জানালেন – ‘পাইলটদের যে দাবী ছিল তাদের বয়স বৃদ্ধি করার, আগে ছিল ৫৭ বছর, তাদের অনুরাধেই আমরা যেটা বৃদ্ধি করে ৬২ করি।'