বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশফাক কায়সারের বিশ্লেষন

Politics in Bangladesh

নির্বাচন পূর্ব অন্তর্বর্তি সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের প্রধান দু’ই রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তা যা চালাচালি হচ্ছে , অনেকেই তাকে বাগাড়ম্বরতার চেয়ে বেশি কিছু বলে মনে করছেন না এবং একই সঙ্গে বলা হচ্ছে এভাবে দল দু’টি গোটা দেশকেই যেন জিম্মি করে ফেলছে । বাংলাদেশে রগাজনীতি অঙ্গনে অনেকবারই একটা কথা শোনা গিয়েছে বিশেষ করে রাজনীতিবীদদের মুখ থেকে যে , সকল ক্ষমতার উত্স জনগন । বাস্তবে এ বক্তব্যের প্রতি খোদ রাজনীতিকেরাই শ্রদ্ধাশীল বলে মনে হয়না । বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রে বর্তমানে যে রাজনৈতিক সংষ্কৃতি চালু রয়েছে তার প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনের ক্ষমতা দৃড়তর করবার অবকাশ কতোখানি রয়েছে বলে মনে হয় না । এসব বিষয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক-ভাস্যকার আশরাফ কায়সার । ওয়াশিংটন স্টুডিও থেকে আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

Your browser doesn’t support HTML5

bangla politics