১৯৫ জন যুদ্ধাপরাধী পাক সেনাকে ফেরৎ চাইবে বাংলদেশ

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের সঙ্গে যে ১৯৫ জন পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য জড়িত ছিল তাদের বিচারের জন্য ফেরত চাইবে বাংলাদেশ।

বুধবার ঢাকায় গণহত্যা দিবস উপলক্ষে এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়ে বলেন ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তিতে বলা হয়েছিল। ১৯৫ জন সামরিক বাহিনীর সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে।

ওই চুক্তির অধীনে তাদের পাকিস্তানে পাঠানো হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন চুক্তি লঙ্ঘনকরে পাকিস্তান তাদের বিচার করেনি। তিনি বলেন এ কারনে বাংলাদেশ এখন ওই ১৯৫ জনের বিচার করতে চায়।

Your browser doesn’t support HTML5

যুদ্ধাপরাধী বিষয়ে জহুরুল আলমের প্রতিবেদন