বাংলাদেশ, ভুটানের কাছে ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে

বাংলাদেশ ভুটানের কাছে ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রতি ব্যান্ডউইথের দাম, কতোটা পরিমাণ ভুটান নেবে এবং কোন রুটে নেবে তা নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ লক্ষ্যে ভুটান সফর করেন। সে দেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এ মাসেই ঢাকা সফর করেছে। বর্তমানে দুই দেশ এ ব্যাপারে সমঝোতায় পৌছার শেষ পর্যায়ে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, ভুটানে ইন্টারনেট সংযোগ নিতে গেলে ভারতের ভূমি ব্যবহার করতে হবে।
বাংলাদেশের বর্তমানে অব্যবহৃত ব্যান্ডউইথের পরিমাণ ১২০ জিবি। ইতোমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে ১০ জিবি ব্যান্ডউইথ রফতানি করা হয়েছে। ভবিষ্যতে নেপাল ও ভারতের মেঘালয় রাজ্যে ব্যান্ডউইথ বিক্রির লক্ষ্যে আলাপ-আলোচনা চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (ভুটান)