করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ষষ্ঠী পূজার মাধ্যমে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিন ব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা। ঢাক ঢোলের বাদ্য আর উলুধ্বনির মধ্যে সকালে ষষ্ঠী পূজা শেষে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতিয় মন্দিরের পুরোহিত গণমাধ্যমকে বলেন আজকের এই পূজার মাধ্যমে দেবী দুর্গাকে স্বর্গ থেকে মর্ত্যে স্বাগত জানানো হয়েছে। ষষ্ঠী পূজায় অংশ নিতে ঢাকাসহ দেশের পুজা মণ্ডপগুলোতে সমবেত হয়ে ভক্তরা পৃথিবীর সকল মানুষকে করোনা মুক্ত রাখা এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য প্রার্থনা করেছেন। আগামী সোমবার বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদ এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে ধর্মীয় বিধিবিধান সমুন্নত রেখে দুর্গাপূজার আয়োজন ও অংশগ্রহণের জন্য সনাতন সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে ঢাকায় কোনও মণ্ডপে এ বছর কুমারী পূজা উদযাপন করা হচ্ছেনা। সন্ধ্যায় আরতির পর পূজামণ্ডপ বন্ধ রাখার জন্য পরিষদের পক্ষ থেকে দেশের সকল আয়োজকদের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী এ বছর সারাদেশে ৩০ হাজার ২শ ২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে এবার পূজা মণ্ডপের সংখ্যা ২৩৭টি।দুর্গা পূজা উপলক্ষে সারাদেশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা শুরু