দ্বিতীয় ঢেউয়ের খবরে বাংলাদেশে আতঙ্ক

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের খবরে বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছে। যদিও স্বাস্থ্য বিজ্ঞানীরা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। বিশ^ স্বাস্থ্য সংস্থা বিষয়টি স্পষ্ট করেনি। তারা শুধু বলেছে, করোনা দীর্ঘ দিনের অতিথি। বাংলাদেশে প্রথম ঢেউই এখন পর্যন্ত শেষ হয়নি। এরমধ্যে ইউরোপসহ কয়েকটি দেশ থেকে দ্বিতীয় ঢেউয়ের খবর এসেছে।

ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশের অবস্থা নতুন করে খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনও পিকই শুরু হয়নি। প্রথম ঢেউয়ের শেষ হয়েছে এটাও বলা যাবে না। আরো ১৪ দিন পর বুঝা যাবে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। তাদের যুক্তি ঈদের ছুটিতে যেভাবে অবাধ মেলামেশা হয়েছে তাতে আশঙ্কা থেকেই যায়।

করোনা নিয়ে এই আতঙ্কের মধ্যে বিশ^ স্বাস্থ্য সংস্থার দুটি মুল্যায়ণ মানুষকে আরো বেশি আতঙ্কিত করেছে। করোনার যাদুকরি কোন সমাধান নেই, ভ্যাকসিন আদৌ আসবে কিনা এ নিয়েও তাদের সংশয়।
বাংলাদেশে ৮ই মার্চ প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে পর্যায়ক্রমে রোগী বেড়েছে। ঢাকা বিভাগ রয়েছে শীর্ষে। এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। এখানে মারা গেছেন ৭৮৪ জন। অন্য বিভাগের মধ্যে রংপুরে ১২৭, সিলেটে ১৫৪, খুলনায় ২৩৮, রাজশাহীতে ১৯৯, বরিশালে ১২৮ এবং ময়মনসিংহ বিভাগে ৭০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৭ জনের। করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের তথ্য নেই সরকারি এই হিসাবে।
সরকারি তথ্য অনুযায়ি এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৫৪ জন।

Your browser doesn’t support HTML5

দ্বিতীয় ঢেউয়ের খবরে বাংলাদেশে আতঙ্ক