বাংলাদেশে ফিরে যাওয়া ৭০ শতাংশ প্রবাসী উপার্জনহীন হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন

বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে ফেব্রুয়ারি থেকে জুন মাসে বিদেশ থেকে দেশে ফিরে আসা ৭০ শতাংশ প্রবাসী উপার্জনহীন হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন বলে এক জরিপে উঠে এসেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম দেশের ১২টি জেলায় বিদেশ ফেরত অভিবাসীদের উপর জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইওএম বলছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ বিদেশ ফেরত মানুষ উপার্জনহীন হয়ে পড়ার কথা জানিয়েছেন এবং ৫৫ শতাংশ বিদেশ ফেরত বলেছেন তাদের উপর ঋণের বোঝা রয়েছে। এতে বলা হয় মহাজন বা সুদে টাকা ধার দেন এমন ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে ৬২ শতাংশ ঋণগ্রহীতাকে সুদ গুণতে হচ্ছে ৫০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত। জরীপে অংশগ্রহণকারীদের প্রায় ৭৫ শতাংশ আবার অভিবাসনে আগ্রহী বলে উল্লেখ করে এতে বলা হয় তাদের মধ্যে ৯৭ শতাংশই করোনা মহামারীর আগে যে দেশে কাজ করতেন সেখানেই ফিরতে চান।

বাংলাদেশ ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচীর প্রধান শারিফুল হাসানের কাছে আইওএম এর জরিপে পাওয়া তথ্য সম্পর্কে তাঁর মতামত জানতে চাইলে তিনি বলেন সংকটে থাকা এ সকল মানুষকে উদ্ধারের জন্য রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসী কর্মীদের অবদানের কথা বিবেচনা করে তাঁদের সমস্যা এবং দুঃখ-কষ্ট লাঘবের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা উচিত যাতে তাঁরা এই দুর্দশার হাত থেকে কিছুটা হলেও রেহাই পান।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে ফিরে যাওয়া ৭০ শতাংশ প্রবাসী উপার্জন হীন হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন