বেশকিছু শর্তে এবার দুর্গাপূজা উদযাপনের অনুমতি দেয়া হয়েছে

দ্বিতীয় সংক্রমণের আশঙ্কার মধ্যেই বেশকিছু শর্তে এবার দুর্গাপূজা উদযাপনের অনুমতি দেয়া হয়েছে। বলা হয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে সব আয়োজন। বড় রকমের জলসা বা উৎসব পরিহার করতে হবে। আগামী ২১শে অক্টোবর পূজা শুরু হবে। শেষ হবে ২৬শে অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মন্ডপের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। মাস্ক ছাড়া কেউ পূজা মন্ডপে প্রবেশ করতে পারবে না।

মন্ডপের সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখতে বলা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় কোনো শোভাযাত্রা করা যাবে না। সর্বোপরি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। এবার সারাদেশে ৩০ হাজার ৭০০ টি পূজা মন্ডপের আয়োজন করা হচ্ছে। রাজধানী ঢাকায় ২৩২টি। অন্যান্য বছরের তুলনায় এবার দুই হাজার পূজা মন্ডপ কম আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেছেন, তারা সবাইকে বলে দিয়েছেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করতে হবে। সাজসজ্জার কোনো আয়োজন করা যাবে না।

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে মৃত্যু দাঁড়াল সাড়ে পাঁচ হাজার। এসময় আক্রান্ত হয়েছেন এক হাজার ২০৩ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৭ হাজার ৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

Your browser doesn’t support HTML5

বেশকিছু শর্তে এবার দুর্গাপূজা উদযাপনের অনুমতি দেয়া হয়েছে