করোনায় বাংলাদেশে নবজাতক শিশুরা আক্রান্ত হচ্ছে

নবজাতক শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয় না এমনটাই বলে আসছিলেন স্বাস্থ্য বিজ্ঞানীরা। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা নবজাতক শিশুদের মধ্যে করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন। ঢাকা শিশু হাসপাতালে ৮৬ টি নবজাতকের নমুনা পরীক্ষা করে ২৬ টি শিশুর শরীরে করোনার আলামত মিলেছে। এর মধ্যে দুটি শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ছিল আটদিন। সংক্রমণের আশঙ্কায় এসব শিশুদেরকে হাসপাতালে ভর্তি করা হয়নি। অন্য রোগের কারণেই তাদের ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানান, এই শিশুদের মধ্যে ১১ জনকে 'করোনা আক্রান্ত নয়' হিসেবেই ভর্তি করা হয়। দুটি শিশুকে ভর্তি করা হয়েছিল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে। ঢাকা শিশু হাসপাতাল ও চাইল্ড হেলথ গবেষণা ফাউন্ডেশনের যৌথ গবেষণায় এই শিশুদের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ পাওয়া যায়। করোনা আক্রান্ত শিশুদের মায়েদের নমুনাও পরীক্ষা করা হয়। এরমধ্যে ছয় জন মায়ের শরীরে করোনার উপসর্গ ছিল। চাইল্ড হেলথ গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সমীর কুমার সাহা বলেছেন, বাংলাদেশে নবজাতক শিশুর শরীরে করোনার উপসর্গ পাওয়া যাবে এটা ধারণার বাইরে ছিল। কিন্তু এখন অনেক শিশুই করোনায় আক্রান্ত হচ্ছে। তার মতে, সচেতনতার অভাবে শিশুদের মধ্যে এই ভাইরাস ছড়াচ্ছে। কারণ অনেক মা স্বাস্থ্যবিধি মেনে চলেন না। প্রসবের স্থান অপরিষ্কার থাকার কারনেও এমনটা হতে পারে। আমাদের দেশে একই স্থানে একের পর এক বাচ্চার জন্ম হয়ে থাকে।

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৯ জন।

Your browser doesn’t support HTML5

করোনায় বাংলাদেশে নবজাতক শিশুরা আক্রান্ত হচ্ছে